শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও শিশুকে উদ্ধার

SHARE
?
?

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে একটি অ্যাম্বুলেন্সে করে প্রথমে ওই নারীকে নিয়ে যেতে দেখা যায়। এর ১৫/২০ মিনিট পরই শিশুটিকে বের করে আনা হয়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার নারী ও শিশুর পরিচয় জানা যায়নি। এমনকি তারা বেঁচে আছি কি না, তাও জানা যায়নি।

এর আগে সকাল থেকে মাইকে কয়েক দফা বলার পরও আত্মসমর্পণ না করায় বেলা সোয়া ৪টার দিকে ভেতরে থাকা দুই শিশুকে বের করে দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী এখনও বাড়ির ভেতরে ঢোকেনি। তবে বাড়ির ফটকে একটা বোমা পাওয়ার পর সেটা নিষ্ক্রিয় করা হয়েছে।

এদিকে, বিকাল পৌনে ৪টা থেকে ওই এলাকায় আর কোনো গুলির শব্দ শোনা যায়নি। বিস্ফোরণের কোনো ঘটনাও ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় দ্বিতীয়বারের মতো অভিযান শুরু হয়। এ সময় মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। এছাড়া একটি গ্রেনেড বিস্ফোরণের বিকট আওয়াজও পাওয়া যায়।

বুধবার সকালে সন্ধান পাওয়ার পর সন্ধ্যায় ঢাকা থেকে সোয়াট টিম শিবগঞ্জ আসার পর আস্তানাটির দেয়াল ভেঙে অভিযান শুরু করে। এ অভিযানের নাম দেয়া হয় ‘অপারেশন ঈগল হান্ট’।