
তবে সিরীয় বিদ্রোহী সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই হামলা লেবাননের হিজবুল্লাহর সদস্যদের অস্ত্রাগারে এই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ সিরীয় সরকারের হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। ইসরাইল জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাটি হিজবুল্লাহর কাছে সিরীয় অস্ত্রপাচার বন্ধের ইসরাইলি নীতির সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’। তবে হামলার দায় পরিপূর্ণভাবে হামলার দায় স্বীকার করেনি।
ইসরাইল হিজবুল্লাহ ও এর প্রধান মদদদাতা ইরানকে সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচনা করে। ২০০৬ সালে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। এরপর থেকে ক্রমশই শক্তিশালী হয়ে উঠেছে হিজবুল্লাহ।