ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি রিজভীর

SHARE
২৪আওয়ার রিপোর্ট  :  পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর এলাকাগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি তিনি দেশের সকল বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ দেশের বিত্তশালীদের দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে তিনি এ দাবি জানান।
রিজভী বলেন, দেশের সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ হাওর এলাকায় পাহাড়ি ঢলে ব্যাপক বিপর্যয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষ মানবিক বিপর্যয়ের মধ্যে নিপতিত হয়েছে। অধিকাংশ এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোতে সরকারের তরফ থেকে কোন তৎপরতা দেখা যাচ্ছে না। হাওর পাড়ের বিপন্ন মানুষের কাছে পৌঁছায়নি সরকারের কোন সহায়তা। নেত্রকোনায় হাওর এলাকায় সরকারের এক মন্ত্রী মাত্র গুটিকয়েক দুর্গত মানুষকে ত্রাণ দিয়ে ঢাকায় চলে এসেছেন। এ সময় হাজার হাজার মানুষ ত্রাণের জন্য অপেক্ষা করতে থাকলেও মন্ত্রী হাত নাড়িয়ে চলে আসেন।