‘শেখ হাসিনার সফল নেতৃত্বে জনপ্রিয়তা বেড়েছে : ড. হাছান মাহমুদ

SHARE
২৪আওয়ার রিপোর্ট  :  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আগের যেকোন সময়ের চেয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল চৌধুরী।
জাতীয় সংসদের বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান মাহমুদ বলেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হলেও আগের যে কোন প্রার্থীর চেয়ে এ নির্বাচনে আওয়ামী লীগ বেশি ভোট পেয়েছে।’
তিনি বলেন, ‘গত রবিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর চেয়েও বিএনপির কম সংখ্যক প্রার্থী বিজয়ী হয়েছে।’
আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান বলেন, ‘কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়লাভ করে বিএনপি নেতারা আনন্দিত হলেও সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগ আগের যে কোন সময়ের চেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল।’
এ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হওয়ায় বিএনপিও কোন ধরনের অভিযোগ করতে পারেনি উল্লেখ করে ড. হাছান বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিও তাঁর জনপ্রিয়তা যাচাই করতে পারবে।