ঢাকার শ্রোতারা মেতেছিল শ্রেয়ার গানে

SHARE
এইদিনটির জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছি। বাংলাদেশের শ্রোতাদের মতো সুরবোদ্ধা শ্রোতা খুব কম পাওয়া যায়- এমন মন্তব্য ছুঁড়ে নিজের গানে উপস্থিত শ্রোতাদের মাতাচ্ছেন সুকন্ঠি শ্রেয়া ঘোষাল। রাত নয়টায় লাল গাউনে মঞ্চে উঠেই শ্রেয়া জানালেন ‘নমস্কার ঢাকা’! রাগাশ্রয়ী হিন্দী গানে শুরু করে উপস্থিত অপেক্ষমান শ্রোতাদের মনে প্রশান্তি ঢালেন। এরপর ‘বাজিরাও মাস্তানি’ চলচ্চিত্রের একটি গান করেন। তার কন্ঠে জনপ্রিয় হিন্দী গান ‘আগর তুম মিল যাও’ শুনে করতালিতে মুখর শ্রোতাদের কাছে প্রতিশ্রুতি করলেন আজ তাদের সবকটা প্রিয় গান গেয়ে তবেই যাবেন তিনি।