‘আমরা প্রস্তুত, বাহিনী পাঠাও’

SHARE

সিলেটে ঘেরাও করে রাখা আস্তানার জঙ্গিদের আত্মসমপর্ণের জন্য পুলিশ বারবার আহ্বান জানালেও কোন সাড়া মিলছে না।

উল্টো পুলিশকে উদ্দেশ্য করে জঙ্গিরা চিৎকার করে বলছে ‘আমরা প্রস্তুত, বাহিনী পাঠাও’। পাশাপাশি বহুতল ভবনের ভেতর থেকে তারা ‘নারায়ে তাকবীর’ স্লোগান দিচ্ছে। এ অবস্থায় ঢাকা থেকে সোয়াত বাহিনী বিকাল ৩টা ৫২ মিনিটে পৌঁছে আস্তানাটিতে ঘিরে ফেলে।

শুক্রবার ভোররাত থেকে সিলেট নগরীর দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার পাঁচতলা বিশিষ্ট আতিয়া মহল ঘেরাও করে রেখেছে পুলিশ।

ভবনটির ভেতরে নব্য জেএমপির শীর্ষ নেতা মুসা ও নারী জঙ্গি মর্জিনাসহ অন্তত চারজন জঙ্গি অবস্থান করছে বলে জানিয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা গেছে, ‘আতিয়া মহল’ ঘেরাও করে রেখেছে আইন-শৃংখলাবাহিনী। ওই এলাকায় থেমে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে।
পুলিশের দাবি, জঙ্গিরা তিন দফা গ্রেনেড হামলার পর থেমে থেমে গুলিও করছে। জবাবে গুলি ছুঁড়ছে পুলিশও।
পরিস্থিতি মোকাবেলায় ঘটনাস্থলে দফায় দফায় বৈঠক করছেন আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তারা।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়া যুগান্তরকে জানান, জঙ্গিদের বারবার আত্মসমর্পনের আহ্বান জানানো হয়েছে। কিন্তু কোন সাড়া মিলছে না।
এসএমপির অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন জানান, আতিয়া মহলে জঙ্গিদের অবস্থান সম্পর্কে অনেকটা নিশ্চিত হওয়া গেছে। কমপক্ষে তিন পুরুষ ও এক নারী জঙ্গির অবস্থান প্রত্যক্ষ করা গেছে।
জানা গেছে, সম্প্রতি ঢাকা-চট্টগ্রামে অভিযানের পর আটককৃত জঙ্গিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে সিলেট আসে কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি টিম।
এরপর শুক্রবার ভোররাতে আতিয়া মহল ঘেরাও করে পুলিশ। এ সময় বাড়ির মূল ফটকে তালা লাগিয়ে দেয়া হয়। এছাড়া পাশের তিনতলা ভবন থেকে লোকজন সরিয়ে নেয়া হয়।