অভিনয়ের মাধ্যমে নাট্যবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন মেহজাবীন

SHARE

15723975_587806408083860_479566410_n

ঢাকার মেয়ে মেহজাবীন। জন্ম ১৯৯৩ সালের ২৬ শে ডিসেম্বর। বাবা মো: ফারুক ও মা নাসিমা ফারুকের অতি আদরের মেয়ে সে। তার পুরো নাম তানিয়া ফারুক। প্রথমে মার্শালাট প্রশিক্ষণ নেন এ ভি রনির কাছে এবং তাঁর হাত ধরেই র‌্যাম্পে হাটা এবং অভিনয় জগতে আসা। ২০১৩ সালে নাটকে অভিনয় শুরু করে, এর মধ্যেই অনেকগুলো নাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যবোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। উল্লেখ করার মতো নাটকগুলো হলো, কাশেম শিকদার পরিচালিত ‘রূপবান বিউটিপার্লার’, সঞ্জীব দাসের ‘গ্রামের নাম পাগলপুর’ ও শ্রাবণ সুমন পরিচালিত ‘সুখ পাখি’। দর্শকদের ভালোবাসা পেতে অতি শিঘ্রই আসছে, শিফাত ইসলাম পরিচালিত ‘ভবিষ্যৎ অন্ধকার’, জামান উদ্দীন জামান-এর ‘আশা নিরাশার মাঝে’, অরণ্য পলাশের ‘কে ছিল হিয়ার মাঝে’ ও মনন আসাদের ‘প্রেমের ১৪৪ ধারা’। ভালো লাগে ইতালীয়ান পাস্তা, তবে পরতে ভালোবাসেন শাড়ী। ধনু রাশির জাতিকার প্রিয় রঙ মেরুন। অবসরে বই পড়তে ভালো লাগে আর সাথে ভালো লাগে কাছের মানুষদের শাষন করতে। মিথ্যা একদম অপছন্দ তার, স্বপ্ন দেখেন একসময় ভালো মা হবেন। ভক্তদের কাছে চাওয়া, ভালোকাজগুলোকে সমর্থন করুন।