নাজমুল সোহাগ
গানের তালে তালে তবলা বাজিয়ে যাচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি তবলাবিশারদ সুদর্শন দাশ। ২৫ দিনে ৫১০ঘন্টা তবলা বাজানোর ব্রত নিয়ে ২৭ নভেম্বর যাত্রা শুরু করেছেন। রেকর্ড ভাঙ্গতে হলে তাঁকে ৫০১ ঘন্টা বাজালেই চলবে।আজ বাজালে ৫০০ ঘন্টা সম্পন্ন হবে। আজই রেকর্ডের হাতছানি দিচ্ছে। ৫০২ ঘন্টা বাজাতে পারলেই তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লেখাবেন । তবে সুদর্শনের লক্ষ্য ২২ ডিসেম্বরের বিকাল ৪টার মধ্যে ৫১০ ঘন্টা বা তার অধিক বাজানো। একইদিনে সন্ধ্যা ৬টায় গিনেস বুক অব ওয়ার্ল্ড এর কর্মকর্তাদের উপস্থিতিতে তবলা ম্যারাথন গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে। tabla সুদর্শন দাশের রেকর্ড গড়ার চেষ্টাকে ৩টি ভিডিও ক্যমারার মাধ্যমে সার্বক্ষণিকভাবে ধারন করা হচ্ছে। হাতে বাজানো যন্ত্র (‘মৃদঙ্গ‘) বাজানো রেকর্ডটি বর্তমানে ভারতে এক ব্যক্তির দখলে। তিনি ৫০১ঘন্টা বাজিয়ে এ রেকর্ড গড়েন। সুদর্শন জানিয়েছেন বিশ্বব্যাপী বাংলাদেশের নাম উজ্জ্বল করতেই তিনি এ পদক্ষেপ হাতে নিয়েছেন। এ অর্জনকে কমিউনিটির অর্জন উল্লেখ করে সকলের সহযোগিতা চেয়েছেন সুদর্শন। পূর্ব লন্ডনের ম্যানর পার্কের শিভা মুনেতা সঙ্গম মিলনায়তনে তবলা বাজিয়ে যাচ্ছেন তিনি। উল্লেখ্য, গত বছর সমগ্র বিশ্ব থেকে বাছাইকৃত ১১জনের মধ্য থেকে তবলাবিশারদ সুদর্শন দাশ রেকর্ড গড়ার জন্য প্রথম বাংলাদেশি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড থেকে মনোনিত হন।