জাকজমকপূর্ণ ভাবে উদ্ভোদ্বন হলো ইতালি আওয়ামী লীগের আয়োজনে তিন দিনব্যাপি রূপায়ণ সিটি উত্তরা ইউরো বাংলা বৈশাখী মেলা। মেলা উদযাপন কমিটির আহ্বায়ক জসিম উদ্দীনের উপস্থিতিতে সদস্য সচিব আব্দুর রব ফকিরের পরিচালনায় মেলার উদ্ভোদ্বন করেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, যুগ্ম সাধারন সম্পাদক এম এ রব মিন্টুসহ আরো অনেক নেত্রীবৃন্দ। আগামী ২৯ তারিখ পর্যন্ত মেলা চলবে, মেলায় প্রতিদিন অনুষ্ঠিত হবে সাংস্কৃতি অনূষ্ঠান। সাংস্কৃতি অনূষ্ঠানে বাংলাদেশ থেকে আগত কনক চাপা, কায়াসহ আরো অনেকেই পারফর্ম করবেন। এছাড়াও ইউরোপের বরেন্য সব শিল্পীর পারফর্ম ও আগমনে মেলাকে আরো বেশি আলোকিত করে তুলবে। মেলার মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন বাংলা, ইভেন্ট পার্টনার এ্যাট দ্যা রেট কমুনিকেশন লিমিটেড, এটিএন ইভেন্টস ও ওয়েকাপ কমুনিকেশন। টাইটেল স্পনসর রূপায়ণ সিটি উত্তরা ও সহযোগিতায় ডায়মন্ড ওয়াল্ড। আয়োজনে ইতালি আওয়ামী লীগ।