কক্সবাজারে মানব ও মাদক পাচার প্রতিরোধ বিষয়ক মানবাধিকার কমিশনের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

SHARE

IMG_4551১৯ মার্চ ২০১৬ইং সকাল ৯টা কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে মানব ও মাদক পাচার প্রতিরোধ বিষয়ক এক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশেক উল্লাহ রফিক এমপি এবং খোরশেদ আরা হক এমপি প্রধান। মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মিসেস সেতারা গাফফারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন কমিশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ড. সাইফুল ইসলাম দিলদার।
সম্মেলনে বক্তব্য রাখেন কমিশনের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি আক্তারুজ্জামান বাবুল, চট্টগ্রাম বিভাবগীয় বিশেষ প্রতিনিধি মানবতাবাদী এম.এ. সোহেল আহমেদ মৃধা, চট্টগ্রাম মহানগর বিশেষ প্রতিনিধি আমিনুল হক বাবু, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক সমন্বয়কারী ডনাই প্র“ নেলী, টাঙ্গাইল আঞ্চলিক সমন্বয়কারী বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বশর প্রমুখ।