বাংলাদেশকে ‘জাহাজ রাশ’ দেয়ার প্রস্তাব আমেরিকার

SHARE

গত ৮ আগস্ট আমেরিকার কোস্টগার্ডের জাহাজ ইউএসসিজিএস রাশ, বাংলাদেশকে কেনার আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হয়েছে।image_96817_0

বিএনএস ‘সমুদ্র জয়’-এর সম্পূরক হিসেবে কাজ করবে জাহাজ রাশ, যেটি আমেরিকার কোস্টগার্ড গত বছর বাংলাদেশ নৌবাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।

ইউএসজিএস রাশ গ্যাস ও ডিজেল উভয় ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় এবং এতে রয়েছে একটি হেলিকপ্টার উড্ডয়নের ডেক ও রিট্র্যাক্টেবল হ্যাঙ্গার।

আশা করা যাচ্ছে, আসছে বসন্তে হাওয়াই রাজ্যে যৌথ পর্যবেক্ষণের পর জাহাজটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। -বিজ্ঞপ্তি