SHARE

nabi
বাংলাদেশের মাটিতে পর পর বাংলাদেশ ও পাকিস্তান জয় করে ভারতীয় দল এখন শুভেচ্ছার জোয়ারে ভাসছে। তাতে আর বাদ যায় কেন বাংলাদেশের ভারতীয় হাই কমিশন? ভারতীয় হাই কমিশনের আমন্ত্রণে সেখানে হাজির হয়েছিলেন বিরাট কোহলিরা। শুভেচ্ছার সঙ্গে ছিল গানের আসর। আর সেই গানেই বাংলাদেশের গায়িকার সঙ্গে গলা মেলালেন অনেকেই। কে আছেন জানে সেই তালিকায়? স্বয়ং বিরাট কোহলি। যাঁর ব্যাটেই লেখা হয়েছিল এশিয়া কাপে পাকিস্তান বধের কাহিনী। সেই বিরাট কোহলিও গলা ছেড়ে গান ধরলেন। এর পর পালা ছিল সুরেশ রায়নার। ব্যাট থেকে রান আসেনি ঠিকই। কিন্তু দল তো জিতেছে। সেই উচ্ছ্বাসে গলা মেলাতে ভুললেন না সুরেশ রায়না। ফিতেটা কাটলেন অবশ্য সঞ্জয় বাঙ্গার। গান ধরলেন তিনিও।
আনন্দ উচ্ছ্বাস তো ছিলই। সঙ্গে ছিল পরের ম্যাচের প্রস্তুতিও। তাই জিমে গিয়ে গা ঘামাতেও ভুললেন না কেউ। বিসিসিআই-এর টুইটারে পাওয়া গেল বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানের জিমে গা ঘামানোর সেই ভিডিও।