ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ভোরে একটি ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ভূমিকম্পের সতর্কতা সংকেত জারি করা হয়নি।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, কুপাং নগরী থেকে প্রায় ১১ কিলোমিটার (৭ মাইল) দূরে স্থানীয় সময় প্রায় সাড়ে ৪টার দিকে (গ্রিনিচ মান সময়২০৩০) ভূমিকম্পটি আঘাত হানে। এতে দেশটিতে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।