ঢাবি’র ৭ শিক্ষার্থী বহিষ্কার

SHARE

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সাত শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্র্রক্টর অধ্যাপক আমজাদ আলী এ তথ্য জানিয়েছেন।image_96296_0

তিনি বলেন, সাতজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি শাস্তির মাত্রা নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন থেকেই তারা কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না।

বহিষ্কৃতরা হলেন ইংরেজি বিভাগের আশিকুর রহমান ও মামুন, দর্শন বিভাগের শাহীন, উর্দু বিভাগের শাকিল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের লিটন মাহমুদ, লোক প্রশাসন বিভাগের মেহেদী হাসান এবং জাফর (বিভাগ জানা যায়নি)।  তারা সবাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার রাতে টিএসসি এলাকায় হামলার শিকার হন আল-আমিন। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত পান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজের নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।