ইরান থেকে প্রকাশিত কোনো বইয়ে আর মদ শব্দটি ব্যবহার করা যাবে না। মদ ছাড়া আরো কিছু শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির সংস্কৃতি ও প্রকাশনা মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এছাড়া কিছু বিদেশি জন্তুর নাম এবং কয়েকজন প্রেসিডেন্টের নাম উল্লেখ করতে নিষেধ করা হয়েছে। তবে কোন কোন প্রেসিডেন্টের নাম বইয়ে উল্লেখ করা যাবে না, তা এখনো বলা হয়নি। শিগগিরই এ বিষয়ে জানানো হবে বলা হয়েছে।
দেশটির সংস্কৃতিকে কলুষমুক্ত রাখতে বইয়ে মদ শব্দের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বইয়ে মদ শব্দ থাকলে তা মস্তিষ্কেও গেঁথে যায় বলে মনে করছে ইরান সরকার।
ইরানের সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, বই ছাপানোর অনুমতি দেয়ার আগে প্রতিটি বই পাতা ধরে পড়া হবে। এর মধ্যে কোনো অসঙ্গতি থাকলে তা ছাপার অনুমতি দেয়া হবে না।