বিশ্বের প্রবীণতম পুরুষ জাপানের বাসিন্দা ইয়াসুতারো কোয়ডে ১১২ বছর বয়সে মারা গেলেন। তিনি বেশ কিছুদিন যাবত নিউমোনিয়ায় ভূগছিলেন। হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার পর তিনি মারা যান।
ইয়াসুতারো ১৯০৩ সালের ১৩ মার্চ টোকিওর উত্তর পশ্চিমের ফুকুই প্রদেশে জন্মগ্রহণ করেন। বিশ্বের বয়স্কতম মানুষ হিসেবে গিনিজ বুক অফ ওয়ার্ল্ড গত জুলাই মাসে তাকে স্বীকৃতি দেয়।
এতবছর বেঁচে থাকার রহস্যের কারণ হিসেবে ইয়াসুতারো বলেছিলেন, ‘সব সময় হাসিখুশি থাকা। আর শরীর-মনকে কষ্ট দিয়ে অতিরিক্ত কাজ না করা।’
বর্তমানে সবচেয়ে বেশি বয়স্ক জীবিত ব্যক্তির নাম সুনা মুশেট জোন্স। সেই মার্কিন মহিলার বয়স ১১৬। এর আগে আলহাজ খাদেম হোসেন শিকদার (১৪৮) নিজেকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে দাবি করেছেন।
বাংলাদেশের মাদারীপুর জেলার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের আলহাজ খাদেম হোসেন শিকদারের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ দেয়া হয়েছে ৭ ফেব্রুয়ারি ১৮৬০। ২০১২ সালের ২৮ মার্চ ১৫২ বছর ১ মাস ২১ দিন বয়সে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।