সাভারে বাংলাদেশ জাতীয় প্রিমিক্স সামিট ২০১৪

SHARE

নভো নরডিস্ক ‘বাংলাদেশ জাতীয় প্রিমিক্স সামিট ২০১৪’ শীর্ষক এক সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।

সাভারের ব্র্যাক-সিডিএম এ শুক্রবার এই সেমিনারের আয়োজন করা হয়েছে।image_95254_0

সায়েন্টিফিক সেমিনার নভো নরডিস্ক এর একটি ধারাবাহিক কার্যক্রম।

সেমিনারে আধুনিক প্রিমিক্স ইনসুলিনের উপকারি দিক, টাইপ-২ রোগীদের দ্রুত ইনসুলিন চিকিৎসার আওতায় আসার উপকারিতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।

নভো নরডিস্ক বিশ্বব্যাপী স্বাস্থ্য সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। যারা ৯০ বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিস চিকিৎসায় নতুন নতুন ওষুধ আবিস্কার এবং ডায়াবেটিস স্বাস্থ্য সেবায় নেতৃত্ব দিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে ৫০ বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিস চিকিৎসার উন্নতিতে অবদান রেখে চলছে।

ডায়াবেটিসের চিকিৎসায় প্রচলিত বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ও সম্প্রতি প্রচলিত আধুনিক প্রিমিক্স ইনসুলিন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে চিকিৎসকদের অবগত করাই এই সামিটের মূল উদ্দেশ্য।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক্স এসোসিয়েসনের সভাপতি প্রফেসর এ.কে. আজাদ।

উপস্থিত থাকবেন প্রফেসর এমেরিটাস ও চিফ কনসালটেন্ট মেডিসিন, বিআইএইচএস এর প্রফেসর হাজেরা মাহতাব,  বারডেম একাডেমির পরিচালক প্রফেসর জাফর আহমেদ লতিফ, বারডেমের এন্ডোক্রাইনলজি ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ফারুক পাঠান।

সভাপতিত্ব করবেন বিএসএমইউ এর এন্ডোক্রাইনলজি ডিপার্টমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক প্রফেসর ফরিদ উদ্দিন।

এছাড়াও নভো নরডিস্ক এর গ্লোবাল মেডিকেল ডিরেক্টর (ইন্ডিয়া) ডা. প্রসন্ন কুমার এবং নভো নরডিস্ক ফার্মা (প্রাইভেট) লিমিটেড এর বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি.এ রাজন কুমার প্রমুখ উপস্থিত থাকবেন।

সারাদেশ থেকে দুই শতাধিক ডায়াবেটিস চিকিৎসক এই সামিটে অংশ নেবেন।

স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডায়াবেটিসের নতুন চিকিৎসা পদ্ধতির উপকারি বিভিন্ন দিক নিয়ে এই সামিটে আলোচনা করবেন।