ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার নাদালের

SHARE

কব্জির ইনজুরির কারণে চলতি মাসের শেষে শুরু হওয়া ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে স্প্যানিশ এই তারকা লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই বছর ইউএস ওপেনে আমি খেলতে পারছি না। এটা এমন একটি টুর্নামেন্ট ছিল যেখানে আমি তিন বছর ফাইনালে খেলেছি।’image_94941_0

নিউ ইয়র্কের এই টুর্নামেন্টে দুইবারের চ্যাম্পিয়ন নাদাল ২০১২ সালেও হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি। এ সম্পর্কে নাদাল আরো বলেছেন, এটা সবাই বুঝতে পারবে যে এখানে খেলতে না পারাটা আমার জন্য কতটা হতাশার, এটা খুবই কঠিন একটি মুহূর্ত। এই গ্র্যান্ড স্ল্যামকে আমি খুবই পছন্দ বরি, এখানকার সমর্থকরাও দারুন, এখানে রাতে খেলা হয়, সব মিলিয়ে এখানকার প্রতিটি বিষয় আমি বেশ উপভোগ করি। কিন্তু পরিস্থিতি আমাকে মেনে নিতেই হবে। কিন্তু প্রতিবারই আমার ক্ষেত্রে এমন হচ্ছে, কঠোর পরিশ্রম করে কোর্টে ফিরে আসছি, কিন্তু আবারো ইনজুরি আমাকে বাইরে নিয়ে যাচ্ছে।

গত মাসে অনুশীলনে ইনজুরিতে পড়ার কারণে টরোন্টো এবং সিনসিনাটি মাস্টার্সেও খেলতে পারেননি বিশে^র দুই নম্বর তারকা। ইনজুরির কারণে মৌসুমের বেশীরভাগ সময়ই কোর্টের বাইরে কাটাতে হয়েছে। তাই ২০১৩ সালের অর্জিত সাফল্য থেকে দূরে সড়ে গেছেন নাদাল। তবে গত মে মাসে ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা ঠিকই নিজের কাছে রেখেছেন সাবেক এই শীর্ষ তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অবশ্য পিঠের ইনজুরির কারণে সুইস দ্বিতীয় বাছাই স্ট্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে পরাজয় বরণ করতে হয়েছিল। আর এই কারনেই হয়তবা ক্লে কোর্টের আধিপত্য সময়মত ধরে রাখতে পারেননি। বিশেষ করে মন্টে কার্লো মাস্টার্স ও বার্সেলোনা ওপেনে ডেভিড ফেরার ও নিকোলাস আলমাগ্রোর কাছে পরাজয় অনেককেই বিস্মিত করেছিল। মায়ামি ও রোম মাস্টার্সেও বিশে^র এক নম্বর তারকা নোভাক জকোভিচের কাছে ফাইনালে পরাজিত হয়েছেন। কিন্তু রোঁলা গ্যারোতে এই সার্বিয়ান তারকাকে ফাইনালে পরাজিত করে প্রতিশোধ নেবার পাশাপাশি নবমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ঘরে তুলেছেন নাদাল। সূত্র: ওয়েবসাইট