পেপসি ও কোকের মতো কোমল পানীয় তৈরির রেসিপি পরিবর্তে ফলের রস মেশানোর প্রস্তাব দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে এক ভাষণে প্রধানমন্ত্রী মোদি জানান, দেশি বিদেশি কোমল পানীয় প্রস্ততকারক কোম্পানির কর্মকর্তারা তার সঙ্গে দেখা করতে এলে তাদেরকে এই পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, “আমি তাদেরকে বলেছি, আপনাদের পানীয় অস্বাস্থ্যকর বলে বলা হয়। এখন আপনারা যদি তাতে দুই শতাংশ ফলের জুস মেশান তাহলে সেটা কিছুটা স্বাস্থ্যকর হবে। অন্যদিকে ভারতীয় ফল চাষিরাও লাভবান হবে।”
তবে পেপসি বা কোকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি।