আইএস’র সাপ্লাই রুট বিচ্ছিন্ন করতে নতুন অভিযান

SHARE

1813সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস`র সাপ্লাই রুট বিচ্ছিন্ন করতে নতুন অভিযান শুরু করেছে দেশটির সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের জেনারেল সামির সুলায়মান এ তথ্য জানিয়েছেন। খবর- রুশ বার্তা সংস্থা স্পুৎনিক`র।

জেনারেল সামির সুলায়মান জানান, “আলেপ্পো প্রদেশে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ওপর হামলার উদ্দেশ্যে পূর্বমুখী অভিযান শুরু করেছে। এর পাশাপাশি তুরস্ক সীমান্তের সঙ্গে সন্ত্রাসীদের সমস্ত সরবরাহ পথ বিচ্ছিন্ন করা এ অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।”

সন্ত্রাসীরা এ পথেই এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উল্লেখ করে তিনি আরো জানান, শুধু আলেপ্পোর সন্ত্রাসীরা নয়, পুরো সিরিয়ার সন্ত্রাসীরা তুরস্ক সীমান্ত দিয়ে আসা রসদ-সুবিধা পেয়ে আসছে। সে কারণে সিরিয়ার সেনাবাহিনী দায়েশের বিরুদ্ধে বড় ধরনের হামলার পরিকল্পনা নিয়েছে।

রুশ বাহিনীর বিমান সহায়তার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরো বলেন, রুশ বিমান হামলা প্রতিটি অভিযানের জন্য খুবই ইতিবাচক ভূমিকা পালন করছে।

তবে সন্ত্রাসীদের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত জোটের বিমান হামলার কোনো ইতিবাচক প্রভাব তারা দেখছেন না বলেও জানান তিনি।