সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত : অবরোধ প্রত্যাহার

SHARE

1810রাজধানীর শাহবাগে মৎস্য ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহতের ঘটনায় প্রায় ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শনিবার সকালে মৎস্য ভবন এলাকায় বার কাউন্সিলের পাশে ৮ নম্বর বাসের ধাক্কায় সোনালী আক্তার নামে এক স্কুল ছাত্রী নিহতের ঘটনায় সকাল সোয়া ৯টা থেকে ১০টা ২০ মিনিট পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখে।

শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিহত সোনালী আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ঢামেক ক্যাম্প পুলিশ সূত্র জানায়, নিহত সোনালী আক্তারে গ্রামের বাড়ি পিরোজপুরের নাজিরপুর থানার ঝনঝনিয়া গ্রামে। বাবার নাম জাকির হোসেন। তিনি গণপূর্ত অধিদফতর কলোনি এলাকায় ভাড়ায় থেকে ঠিকাদারির কাজ করেন।

সোনালী আক্তার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) গোল্ডেন জিপিএ ৫ পেয়ে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয় এবং সেগুনবাগিচার আদর্শ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।