গণপরিবহনে যৌন হয়রানি রোধে পদক্ষেপ নিয়েছে সরকার। যানবাহনে যৌন হয়রানি প্রতিরোধে বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি কাজ করবে।
মঙ্গলবার দুপুরে মহাসড়কে নিরাপত্তা বিষয়ক এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়। বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, সাংবাদিক প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে গঠিত কমিটি যৌন হয়রানি রোধে মনিটরিং করবে। এজন্য সড়ক নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির স্বল্পকালীন সুপারিশমালা বাস্তবায়নে বিআরটিএর চেয়ারম্যানের নেতৃত্বে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
আগামী ৬ মাসের মধ্যে যানজট সহনীয় পর্যায়ে নেমে আসবে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, আগামী শীতকালীন অধিবেশনে সড়ক পরিবহন নিরাপত্তা আইন উত্থাপনের লক্ষ্যে কাজ চলছে। আইনটি পাস হলে সড়কের দুই ধারে স্থাপনা তৈরি, চালকদের বে-পরোয়া যানচলাচল নিয়ন্ত্রণে আসবে।