ইয়েমেনে ক্লাস্টার বোমা ব্যবহার হয়নি : সৌদি জোট

SHARE

1627ইয়েমেনে নতুন করে ক্লাস্টার বোমা ফেলার অভিযোগ অস্বীকার করেছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এ ধরনের অস্ত্র ব্যবহার যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করার পর রোববার এ অভিযোগ নাকচ করে দিয়েছে সৌদি জোট। খবর আলজাজিরার।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে বিদ্রোহীদের ওপর ক্লাস্টার বোমা ফেলছে বলে সম্প্রতি অভিযোগ ওঠে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসিরি সানায় ক্লাস্টার বোমা ফেলার অভিযোগ অস্বীকার করেন।

শুক্রবার বান কি-মুন বলেন, ইয়েমেনে বিদ্রোহী নিয়ন্ত্রিত নগরীতে ক্লাস্টার বোমা ফেলার পরস্পরবিরোধী অভিযোগ পাওয়া যাচ্ছে। এর আগের দিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে জানায়, ইয়েমেনে গত ৬ জানুয়ারি সৌদি জোটের হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ অভিযোগ অস্বীকার করেন সৌদি জোটের মুখপাত্র আহমেদ আল-আসিরি। তিনি বলেন, আমি মনে করি এই প্রতিবেদন অত্যন্ত দুর্বল। তারা কোনো প্রমাণ দেখাতে পারেনি। এছাড়া ক্লাস্টার বোমা সৌদি জোটের কাছে নেই।