সেনানিবাসে দুই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম উদ্বোধন

SHARE

1346সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক শনিবার ঢাকা সেনানিবাসস্থ নির্ঝর আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত (সেনাসদরের পশ্চিম দিকে) নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ঢাকা ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন। এ সময় তিনি ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বছরের বই তুলে দেন। পরে তিনি স্কুল দুটি পরিদর্শন করেন।

নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ বছর নার্সারি হতে সপ্তম শ্রেণি পর্যন্ত (পঞ্চম শ্রেণি ব্যতিত) শিক্ষা কার্যক্রম শুরু করেছে। ৪১ শিক্ষক ও ৩২ কর্মকর্তা ও কর্মচারী নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

ঢাকা ক্যান্টনমেনন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ এ নার্সারি হতে চতুর্থ শ্রেণি পর্যন্ত চালু হয়েছে যেখানে ২৪ শিক্ষক এবং ২২ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত আছেন।