১১ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন

SHARE

1327অষ্টম জাতীয় বেতন-কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবিসমূহের প্রতিফলন না হওয়ায় আগামী ১১ জানুয়ারি থেকে সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

শনিবার দুপুর ২টায় ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে ড. এএসএম মাকসুদ কামাল এই কর্মসূচি ঘোষণা করেন।

ড. এএসএম মাকসুদ কামাল জানান, সরকার ঘোষিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন ও দাবিসমূহের প্রতিফলন না ঘটায় আগামী ১১ জানুয়ারি থেকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। তাছাড়া ৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করবেন।

তিনি আরো জানান, ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলােতে ধর্মঘট পালন করা হবে। এর মধ্যে সরকারের তরফ থেকে কোনো ধরনের আলোচনার কথা বলা হলে শিক্ষকরা অলোচনায় বসবেন কিন্তু কর্মসূচি অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত নতুনভাবে বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা না হবে ততক্ষণ পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।