২০১৬ সালে বাংলাদেশের সম্ভাব্য সিরিজ সমূহ

SHARE

1017২০১৫ সালটা ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটের জন্য এক বড় প্রাপ্তির বছর। একের পর এক জয় দিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা বছরটিকে করে তুলেছে স্মরণীয়। এবার দেখা যাক ২০১৬ সালে যাদের সঙ্গে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ
আগামী জানুয়ারীতে জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ পিছিয়ে দিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যোগ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপ ২০১৬
আগামী ২৬ ফেব্রুয়ারিতে বাংলাদেশে শুরু হচ্ছে এশিয়া কাপ এর ১৩ তম আসর। অংশ নিচ্ছে এশিয়ার ৫ টি দেশ।

টি-টুয়েন্টি বিশ্বকাপ
এপ্রিলে ভারতে শুরু হচ্ছে এই বিশ্বকাপ। বাংলাদেশ সরাসরি খেলতে পারবে না। বাংলাদেশকে বাছাই রাউন্ডে খেলতে হবে।

বাংলাদেশ বনাম ভারত সিরিজ
আগামী ২০১৬ সালের আগষ্টে ভারতে ১ টি টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে ভারতে যাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ
২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশে ২ টি টেস্ট এবং ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে ইংল্যান্ড।

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ
আগামী নভেম্বরে ৩ টি টেস্ট, ১ টি-টোয়েন্টি এবং ৩ টি ওয়ানডে ম্যাচ খেলতে নিউজিল্যান্ড এ যাচ্ছে বাংলাদেশ।