দিনাজপুরের কাহারোলে ১০ ডিসেম্বর রাতে ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলা চালানোর সময় জনতার হাতে আটক শরিফুল ইসলাম সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শনিবার বিকেলে দিনাজপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
চাঞ্চল্যকর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই বজলুর রশিদ বলেন, রিমান্ডে থাকা শরিফুল কাহারোলে ইসকন মন্দিরে গুলি ও বোমা হামলা চালানোর ঘটনায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ান রহিম জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে তিনি অনেক চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। আমরা সেই তথ্য যাচাই-বাচাই করে জঙ্গি দলটির সঙ্গে জড়িতদের আটককের চেষ্টা অব্যাহত রেখেছি।
প্রসঙ্গত, দিনাজপুরের কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রাম ইসকন মন্দিরে ধর্ম সভা চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যা ৮টার দিকে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়। ইসকন মন্দিরে গুলি-বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে যাওয়ার সময় জনতা শরিফুল ইসলামকে আটক করে।