বাড্ডায় ইউলুপের জায়গা খালি করতে অভিযান

SHARE

435 436রাজধানীর সড়কগুলোতে যানজট কমাতে ‘ইউ’ আকৃতির গাড়ি পারাপার সেতু বা ‘ইউলুপ’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন(ডিএনসিসি)। ইউলুপ নির্মাণের জন্য রাজধানীর বাড্ডায় ইতোমধ্যে জায়গা ক্রয় করেছে সরকার।

বুধবার বাড্ডায় ইউলুপের জন্য ক্রয়কৃত জায়গার উপর স্থাপিত দোকানপাট সরাতে অভিযান পরিচালনা করেছে ডিএনসিসি এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সকাল থেকে মেরুল বাড্ডার ঢাকা সিএনজির বিপরীতের সড়ক থেকে দখলকৃত জায়গায় দোকান সরানোর এই অভিযান শুরু হয়।

পুলিশের বাড্ডা থানার ডিউটি অফিসার আলমগীর জানান, সকাল থেকে হাতিরঝিল কর্তৃপক্ষ, ডিএনসিসি, রাজউক এবং বাড্ডা থানা পুলিশ সেখানে (ঢাকা সিএনজির বিপরীতে) কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অভিযান চলছে।

সম্প্রতি ডিএনসিসির মেয়র আনিসুল হক গাজীপুর থেকে রাজধানীর হাতিরঝিল পর্যন্ত ২২টি ইউলুপ নির্মাণের পরিকল্পনার কথা জানান। যার ফলে রাজধানীতে যানজটের পরিমাণ কমে আসবে বলে জানানো হয়। ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন স্থানে ইউলুপের জন্য জায়গা নির্ধারণের কাজ শুরু হয়েছে।