বিপিএল : এগিয়ে আনা হয়েছে দ্বিতীয় ম্যাচ

SHARE

271বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা পৌনে সাতটার ম্যাচগুলো ১৫ মিনিট এগিয়ে সাড়ে ছয়টায় শুরু হবে। তবে দুপুরের ম্যাচের সময় আগের দুপুর ২টায় রয়েছে। শিশিরের প্রভাব থেকে মুক্তি পেতে দ্বিতীয় ম্যাচের সময় এগিয়ে আনা হয়েছে বলে জানা গেছে।

দ্বিতীয় ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে প্রথম ইনিংস শেষ হবে রাত আটটায়। ২০ মিনিট বিরতির পর রাত ৮.২০ মিনিটে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে শেষ হবে রাত ৯.৫০ মিনিটে।

চট্টগ্রাম পর্ব:
৩০ নভেম্বর: বরিশাল-চট্টগ্রাম (দুপুর দুইটা), কুমিল্লা-সিলেট (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০১ ডিসেম্বর: রংপুর-চট্টগ্রাম (দুপুর দুইটা), বরিশাল-ঢাকা (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০২ ডিসেম্বর: কুমিল্লা-ঢাকা (দুপুর দুইটা), সিলেট-চট্টগ্রাম (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৩ ডিসেম্বর: রংপুর-বরিশাল (দুপুর দুইটা), কুমিল্লা-চট্টগ্রাম (সন্ধ্যা সাড়ে ছয়টা)

মিরপুর পর্ব:
০৬ ডিসেম্বর: সিলেট-বরিশাল (দুপুর দুইটা), রংপুর-ঢাকা (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৭ ডিসেম্বর: কুমিল্লা-বরিশাল (দুপুর দুইটা), সিলেট-রংপুর (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৮ ডিসেম্বর: চট্টগ্রাম-ঢাকা (দুপুর দুইটা), কুমিল্লা-রংপুর (সন্ধ্যা সাড়ে ছয়টা)

০৯ ডিসেম্বর: সিলেট-ঢাকা (দুপুর দুইটা), বরিশাল-চট্টগ্রাম (সন্ধ্যা সাড়ে ছয়টা)

১০ ডিসেম্বর: কুমিল্লা-সিলেট (দুপুর দুইটা), বরিশাল-ঢাকা (সন্ধ্যা সাড়ে ছয়টা)

১২ ডিসেম্বর: প্রথম কোয়ালিফায়ার / সেমিফাইনাল

প্রথম স্থানে থাকা দল বনাম দ্বিতীয় স্থানে থাকা দল (দুপুর দুইটা), তৃতীয় স্থান বনাম চতুর্থ অবস্থানে থাকা দল (সন্ধ্যা সাড়ে ছয়টা)

১৩ ডিসেম্বর: দ্বিতীয় কোয়ালিফায়ার

প্রথম সেমির হেরে যাওয়া দল বনাম এলিমেনিটরে বিজয়ী দল

১৫ ডিসেম্বর: ফাইনাল ম্যাচ