এবার টানা দ্বিতীয় হোয়াইটওয়াশের অপেক্ষা

SHARE

bd teamঢাকা: আসল কাজটি হয়ে গেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই। ১৪৫ রানের পর দ্বিতীয়টিতে ৫৮ রানের জয়; তাতে সিরিজ বাংলাদেশের। ঘরের মাঠে টানা পাঁচটি সিরিজ জয়ী বাংলাদেশের সামনে এবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের হাতছানি।

বুধবার (১১ নভেম্বর) ম্যাচ জিততে পারলে টানা দ্বিতীয়বার জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ৫-০ তে সিরিজ হেরেছিল সফরকারীরা। এর আগে ২০০৬ সালে জিম্বাবুয়েকে টানা দু’বার হোয়াইটওয়াশ করার কীর্তি গড়েছিল টাইগাররা।

দেশের মাটিতে গত তিনটি সিরিজে পাকিস্তান (৩-০), ভারত (২-১) ও  দক্ষিণ আফ্রিকাকে (২-১) হারানো বাংলাদেশ এখন আরও ক্ষুরধার। তাইতো হোয়াইটওয়াশেই চোখ ক্রিকেটারদের। বুধবার ম্যাচ জিতে সিরিজ ৩-০ করাই টাইগারদের একমাত্র লক্ষ্য। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গে ব্যবধান কতটা বাড়ানো যায় সেটিও ভাবনায় থাকবে ক্রিকেটারদের। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।

প্রথম দু’টি ওয়ানডেতে প্রতিরোধই গড়তে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের দাপুটে বোলিংয়ের সামনে অসহায় মনে হয়েছে তাদের। অধিনায়ক এলটন চিগুম্বুরা অবশ্য দ্বিতীয় ওয়ানডে শেষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। সেটি ‘বলার জন্যই বলা’ ছিল কিনা তা বোঝা যাবে ম্যাচ শেষেই।

বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান কালকের ম্যাচ নিয়ে বলেছেন, ‘শেষটাও যেন ভালো হয় সে চেষ্টা করবো। আমরা সবসময় জিততে চাই।’

বড় বড় দলকে হারানো বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারের কাছে প্রথম চাওয়া জয়। সেই সঙ্গে ব্যক্তিগত পারফর‌ম্যান্সের ব্যাপারেও নিশ্চয়ই চোখ থাকবে মুস্তাফিজসহ বাকি ক্রিকেটারদের।

একদিনের ক্রিকেটে বাংলাদেশ ও জিম্বাবুয়ে এ পর্যন্ত ৬৬ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৩৮ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ; হেরেছে ২৮ ম্যাচে। দেশের মাটিতে ৩৫ ম্যাচে বাংলাদেশের জয় ২৪টিতে। হার ১১টি। কাল জিম্বাবুয়েকে হারালে চতুর্থবারের মতো একই প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়বে বাংলাদেশ।

সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে মিরপুরে অনুশীলন করেছেন বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটার। তবে জিম্বাবুয়ে দল আজ অনুশীলনে নামেনি।

দ্বিতীয় ওয়ানডের একাদশ নিয়েই কাল মাঠে নামা হতে পারে টাইগারদের। দুই ম্যাচ হারা জিম্বাবুয়ে দলে আসতে পারে একাধিক পরিবর্তন।

ওয়ানডে সিরিজ শেষে ১৩ ও ১৫ নভেম্বর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল। দিবারাত্রির দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল ৫টায়।