ফ্রান্সের সাবেক সিডেন্ট নিকোলাস সারকোজিকে আটক করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সারকোজিকে আটক করা হয়।
একজন সাবেক প্রেসিডেন্টের আটক হওয়ার বিষয়টি দেশটির ইতিহাসে ‘অভূতপূর্ব’ বলে জানায় বিবিসি।
এদিকে সোমবার সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবীকেও জিজ্ঞাসাবাদ করা হয়।
সম্প্রতি ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নিকোলাস। তার গ্রেফতারের পর নির্বাচনে অংশগ্রহণ অনেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রসঙ্গত, ২০০৭-২০১২ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট পদে ছিলেন নিকোলাস সারকোজি। সূত্র: বিবিসি