শুক্রবার খালেদা-সুষমা বৈঠক

SHARE

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করবেন। শুক্রবার সকালে তাদের মধ্যে বৈঠক হবে।

মঙ্গলবার মধ্যরাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যাালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান।image_87838_0

মারুফ কামাল খান বলেন, “এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ভারত সফরে গিয়েছিলেন তখন সুষমা স্বরাজের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল। এবার সুষমা ঢাকা সফরে আসছেন। আগামী ২৭ জুন সকালে সুষমার সঙ্গে বেগম জিয়ার বৈঠক হবে।” তবে বৈঠকের সময় ও স্থান পরে জানানো হবে- জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা পরে আপনাদের জানানো হবে।তবে আমরা প্রত্যাশা করি দু’দেশের মধ্যে সম্পর্কন্নোয়নের বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি বেগম খালেদা জিয়া এতোদিন যে বলে আসছেন বিশেষ দল নয়, বাংলাদেশের জনগণের কল্যাণে সকলের সঙ্গে ভারতের সম্পর্ক হবে- সেসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে “

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।