ডিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে

SHARE

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।image_87383_0

আজ লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টা পর অর্থ্যাৎ বেলা সাড়ে ১১টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ১৬ পয়েন্ট কমে চার হাজার ৩১২ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

রোববার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ৯৫টির এবং অপরির্বতিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

অপরদিকে রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- লার্ফাজ সুরমা, বেক্সিমকো, বিএসআরএম স্টিল, পেনসুলার, গ্রামীণফোন, আফতাব অটো, মেঘনা পেট্রোলিয়াম, বঙ্গজ, বিএসসিসিএল ও মিথুন নিটিং।

অন্যদিকে, গত বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট কমে চার হাজার ৩২৮ পয়েন্টে অবস্থান করে।লেনদেন হয় ২৬৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে  লেনদেন বেড়েছে ৩৩ কোটি টাকা।