ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় কোস্টারিকা

SHARE

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় কোস্টারিকা ৷ গত ২৪ বছরে এই প্রথম দ্বিতীয় রাউন্ডে পৌঁছল তারা ৷   ব্রায়ান রুইজের একমাত্র গোলে ইতিহাস রচনা  করল কোস্টারিকা ৷ সেই সঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে গেল ইংল্যান্ড ৷ গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে ইতালি-উরুগুয়ে ম্যাচে যারা জিতবে তারা শেষ ষোলোয়  যাবে ৷image_87218_0

৪৪ মিনিটে হেডে দুরন্ত গোল করেন কোস্টারিকে এগিয়ে দেন  রুইজ ৷ সুযোগ নষ্টের খেসারত দিতে হল ইতালিকে ৷ দু-দু’টি গোলের সূবর্ণ সুযোগ নষ্ট করেন বালোতেলি ৷ গোলকিপারকে একা পেয়েও গোলের মুখ খুলতে ব্যর্থ আজ্জুরি স্ট্রাইকার ৷  পির্লোর বাড়ানোর বল গোলে ঠেলতে পারলেন না বালোতেলি ৷

রুইজের গোলের ঠিক মিনিট কয়েক আগে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয় কোস্টারিকা ৷ বক্সের মধ্যে ক্যাম্বেলকে ফেলে  দেন ইতালি ডিফেন্ডার চেলেনি ৷ রেফারি পেনাল্টি না-দেওয়ায় অসন্তোষ ধরা পড়ে কোস্টারিকার রিজার্ভ বেঞ্চে ৷ রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ গোপন করেনি  কোস্টারিকা কোচ ৷  ম্যাচের শুরু থেকে বল নিজেদের দখলে রাখলেও এদিন কোস্টারিকা বক্সে খুব বেশি আক্রমণ শানাতে পারেনি সিজার প্রান্দেলির দল ৷ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটা অবশ্য ইতালির কাছে মোটেই পয়মন্ত নয় ৷ শেষ তিনটি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে কোনো বারই জয়ের মুখ দেখেনি আজ্জুরিরা ৷

চোট সারিয়ে এদিন মাঠে ফেরেন ইতালির এক নম্বর গোলকিপার জিয়ানলুইগি বুফোঁ ৷ এদিন খেলায় পাঁচটি বিশ্বকাপ খেলার কৃতিত্ব অর্জন করলেন ইতালির গোলরক্ষক ৷ তিনি না-খেললে প্রথমার্ধ্বেই আরও দুভোর্গ বাড়াত ইতালির ৷ এদিন বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন বুফোঁ ৷