নিউইয়র্কে রাষ্ট্রপতি

SHARE

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলিভিয়া থেকে নিউইয়র্ক পৌঁছেছেন।স্থানীয় সোমবার সময় বেলা ২টা ৩৯ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান তাকে অভ্যর্থনা জানান।বলিভিয়া থেকে রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন।খবর বাসসের।22222

এর আগে সোমবার ভোরে বলিভিয়ার ভিরু ভিরু আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।যুক্তরাষ্ট্র সফরকালে ১৯ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সেখানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।এছাড়া মঙ্গলবার বাংলাদেশি কমিউনিটির একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

আগামীকাল বুধবার কিশোরগঞ্জ সমিতিও তাকে সংবর্ধনা দেবে।

রাষ্ট্রপতি আগামী ২১ জুন নিউই্য়র্ক ত্যাগ করে ২২ জুন বিকেলে ঢাকায় পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, রাষ্ট্রপতি আবদুল হামিদ ‘কমেমোরেটিভ সামিট অব জি ৭৭ অ্যান্ড চায়না’য় যোগ দিতে গত ১৩ জুন সকালে বলিভিয়ার বাণিজ্যিক নগরী সান্তাক্রুজে পৌঁছেন।