মাশরাফির কাছে জয়ই গুরুত্বপূর্ণ

SHARE

index2ঢাকা: দুটি টি-২০ ম্যাচ, একটি ওয়ানডে হারের পর প্রতিপক্ষকে খাটো করে দেখার সুযোগ নেই। এমনকি অনায়স কোনো জয়ও আশা করা যায় না। বাংলাদেশও সেই শৃঙ্খলেই ছিল। যদিও রোববার সাত উইকেটের বড় জয় পেয়েছে টাইগাররা। মাশরাফিও ভাবেননি, এত সহজে জয় আসবে। আর প্রোটিয়াদের লম্বা ব্যাটিং লাইনকে ১৬২ রানে বেঁধে রাখতে পারবেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে কম রানে আটকে রাখা সম্পর্কে মাশরাফি বলেন, “দক্ষিণ আফ্রিকাকে ১৬০ রানে অলআউট করার কথা ভাবিনি। একটা কথা ঠিক ওদের যখন ৪/৫টা উইকেট পড়ে যায় আমরা তখন ওদের চাপে রাখার চেষ্টা করছিলাম। তখন কিন্ত আমি মূল বোলারদের ব্যবহার শুরু করছিলাম। আমি যত তাড়াতাড়ি পারি ওদের অলআউট করতে চেয়েছিলাম। কারণ, আমার ব্যাটসম্যানরা ওদের সেরা ফর্মে নাই। ফর্মে নেই আমি বলব না, গত কয়েকটা সিরিজ ধরে যা করে আসছে তা করতে পারছে না। আমরা চাচ্ছিলাম ওদের কাজটা সহজ করতে। স্বাধীনতা নিয়ে খেলতে, যদি সময় চায় সময় নিয়ে খেলতে পারে। ওদের ১৬০ রানে অলআউট করতে পেরে খুব ভালো হয়েছে। আমরা আসলে এটা ভাবিনি। আর ৩০ ওভারে ১৬০ রান করা সেটা আমিও চাইনি। ৪৯ ওভারে করুক কিন্তু ম্যাচটা জিতুক এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।”