কর্মী ছাঁটাইয়ের ঘোষণা মাইক্রোসফটের

SHARE

microsoftপ্রযুক্তির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাইক্রোসফট আরেক দফা কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। গত বছরের জুলাই মাসে ১৮ হাজার কর্মী ছাঁটাইয়ের ধাক্কা সামলে উঠার আগেই কর্মী ছাঁটাইয়ের এই নতুন ঘোষণা দিলো প্রতিষ্ঠানটি।

প্রায় সাত হাজার আটশো পদে কর্মী ছাঁটাই করবে তারা, যার মধ্যে অধিকাংশই গত বছর নোকিয়ার কাছ থেকে কেনা ফোন ইউনিটের।

এছাড়াও ফোন বিভাগের বাজারমূল্য ধার্য করছে তারা, যা প্রায় ৭০০ কোটি ডলার দিয়ে গত বছর কেনা হয়েছে।

বাজারে প্রতাপশালী অ্যান্ড্রয়েড ও আইফোনের সাথে টিকে থাকতে বেশ লড়াই করতে হচ্ছে মাইক্রোসফট ফোনকে।

বর্তমানে সারাবিশ্বে মাইক্রোসফটের প্রায় এক লাখ আঠারো হাজার কর্মী রয়েছে।- বিবিসি