গ্রিসের ওপর নতুন চাপ

SHARE

greec flagঋণ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক দাতাদের প্রস্তাব গ্রিসের জনগণ প্রত্যাখ্যান করার একদিনের মধ্যেই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি দেশটির অর্থ ব্যবস্থা সংস্কারে দ্রুত পদক্ষেপ নিতে চাপ বাড়িয়েছে। ইতিমধ্যে ইসিবি দেশটির ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে অর্থ ধার দেবার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

সেই সাথে বর্তমান ঋণ, অর্থাৎ প্রায় নয় হাজার কোটি ইউরোর বিপরীতে জামানতের হার বৃদ্ধিরও নির্দেশ দিয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, ইসিবির কাছে থেকে দ্রুত টাকা না পেলে গ্রিসের ব্যাংকগুলোর অর্থ শূন্য হয়ে পড়বে।

গ্রিসের নতুন অর্থমন্ত্রী ইয়োর্গোস স্ট্যাথাকিস বলেছেন, একটি সমাধান খুঁজে বের করতে আলোচনার জন্য হয়তো এক সপ্তাহ থেকে দশদিন প্রয়োজন হবে।

গ্রিসের ব্যাংকগুলো আগামী বুধবার পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, ঋণ সংকট থেকে উত্তরণের জন্য গ্রিসকে যথাশীঘ্র একটি নির্দিষ্ট প্রস্তাব হাজির করার আহ্বান জানিয়েছেন ফ্রান্স ও জার্মানির নেতৃবৃন্দ।

ব্রাসেলসে আজই গ্রিসের গণভোট নিয়ে ইউরো জোনের একটি সম্মেলন হবে।– বিবিসি।