ভারতীয় বিমানবাহিনীর বিজ্ঞাপনে মার্কিন বিমানের ছবি ঘিরে বিতর্ক

SHARE

biman usaভারতীয় বিমানবাহিনীয় নিয়োগের বিজ্ঞাপনে মার্কিন বিমানের ছবি ছাপাকে কেন্দ্র করে রোববার বিতর্ক ছড়াল দেশজুড়ে। সিএনএন সূত্রে খবর, ভারতীয় বিমানবাহিনীতে (আইএএফ) নিয়োগের বিজ্ঞাপনে ছাপা হয়েছে মার্কিন এফ ১৮ বিমানের ছবি। সেই বিমান কখনই ভারতীয় বিমানবাহিনীর এক্তিয়ারভূক্ত নয়।

আইএএফ-এর বিজ্ঞাপনে দেশের যুব সমাজকে বিমানবাহিনীয় যোগ দেওয়ার আহ্বান করা হয়েছে। সেই বিজ্ঞাপনেই আইএএফ ইনসিগনিয়ার ছবির নিচে মার্কিন ফাইটার জেটের ছবি ছাপা হয়েছে। রবিবার দেশের প্রায় সবকটি কাগজেই সেই ছবি ছাপা হয়েছে।

যদিও আইএএফ-এর সাফাই, সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর একটি গেমস-এ ওই মার্কিন জেটটির ছবি ব্যবহৃত হয়েছে। সম্ভবত সেই আর্কাইভ থেকেই কোনোভাবে ছবিটি বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে।