রেলওয়ের অব্যবহৃত ভূমিতে পাঁচ তারকা হোটেল

SHARE

mujiballবর্তমানে রেলওয়ের ১২ হাজার ৯৬০ দশমিক ৪১ একর ভূমি অব্যবহৃত রয়েছে। এ সব ভূমিতে কিছু অবৈধ স্থাপনা বা অবৈধ দখলে রয়েছে।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে বলে সংসদে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক।

তিনি বলেছেন, রেলের অব্যবহৃত ভূমিতে পাঁচ তারকা হোটেল-কাম বাণিজ্যিক ভবন নির্মাণ করা হবে।

রোববার  সকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে মো. ইসরাফিল আলমের পক্ষে হুইপ শহিদুজ্জামান সরকার উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্ন ১৯৫৪-এর জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, যে সব রেলভূমি অব্যবহৃত রয়েছে এবং ভবিষ্যতে রেলওয়ের সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রয়োজন হবে না, সে সব রেলভূমিতে পিপিপি’র (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) আওতায় পাঁচ তারকা হোটেল কাম বাণিজ্যিক ভবন, মোটেল, মেডিকেল কলেজ, হাসপাতাল এবং বহুতল শপিংমল ইত্যাদি নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে, চট্টগ্রামস্থ জাকির হোসেন রোডে পিপিপি’র আওতায় ফাইভ স্টার জোটেল নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পিপিপি থেকে ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে। শিগগিরই বিনিয়োগকারী নিয়োগের জন্য আরএফকিউ আহ্বান করা হবে।