ঈদ আসন্ন, যেসব এলাকায় যেতে সাবধান!

SHARE

গোয়েন্দা সূত্রে জানা যায়, রাজধানীতে ছিনতাইপ্রবণ এলাকা চার শতাধিক। এসব হচ্ছে- কলাবাগান, শঙ্কর বাসস্ট্যান্ড, হাতিরপুল কাঁচাবাজারের সামনে, শাহবাগ শিশুপার্কের সামনের রাস্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বর থেকে তিন নেতার মাজার পর্যন্ত, রমনার টঙ্গী ডাইভারশন রোড, মালিবাগ মোড়, কাকরাইল মোড়, মগবাজার মসজিদ গলি, মগবাজার ডাক্তার গলি, মহাখালী অয়্যারলেস গেট, ইস্কাটন, গ্রীন রোড, ধানমন্ডি- ৮ নম্বর রোডের ব্রিজ, ১৩ ও ১৪ নম্বর ও ৩২ নম্বর রোডের আশপাশ,কাঁটাবন ক্রসিং, ঢাকা কলেজের সামনে, মানিক মিয়া এভিনিউ, তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজের সামনে, রোকেয়া সরণি, শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আর্ন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের আশপাশ, আগারগাঁও ক্রসিং, শেরেবাংলা নগর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পেছনের সড়ক, আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের সামনের সড়ক, মিরপুর ১০ নম্বর গোলচক্কর থেকে শেওড়াপাড়া ওভারব্রিজ, শ্যামলী শিশুমেলা থেকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের মাঝামাঝি এলাকা, মিরপুর ২ নম্বর গ্রামীণ ব্যাংক ভবনের সামনের সড়ক, সরকারি বাংলা কলেজের সামনে, কাজীপাড়া বাসস্ট্যান্ড ও এর আশপাশের বিন্দুবৃত্ত গলি, কল্যাণপুর বাসস্ট্যান্ডের আশপাশ, দারুস সালাম সড়কের মিরপুর ১ নম্বর থেকে আনসার ক্যাম্প পর্যন্ত, চিড়িয়াখানা রোড থেকে মিরপুর ১ নম্বর সড়ক পর্যন্ত, গাবতলী বাসস্ট্যান্ড থেকে মাজার রোড, নূরজাহান রোড, আসাদগেট, কলেজগেট থেকে জেনেভা ক্যাম্পের দিকের রাস্তা, পুরান কচুক্ষেত এলাকা, বনানী ১৮ থেকে ২৭ নম্বর রোড ক্রসিং ও আশপাশের এলাকা, মহাখালী থেকে উত্তরা পর্যন্ত মহাসড়ক, মহাখালীর আমতলী ও উড়ালসেতুর নিচের এলাকা,বনানী কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী বাজার, সূত্রাপুরের ভজহরী সাহা স্ট্রিট, দয়াগঞ্জ বাজার মোড়, কাজলা ব্রিজ এলাকা ও যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে সায়েদাবাদ ব্রিজ, জয়কালী মন্দির এলাকা, রথখোলা মোড়, কে এম দাস লেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর, তিন নেতার মাজারের সামনের রাস্তা, মহাখালী কাঁচাবাজার, ধোলাইপাড়, রাজারবাগ পুলিশ লাইন ও পুলিশ হাসপাতালের সামনে এবং কাওরান বাজার ফুলার রোড, উত্তরা ৩ নম্বর সেক্টর, জুরাইন, দয়াগঞ্জ, গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর, মিরপুর বেড়িবাঁধ, মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে, পীরেরবাগ মুক্তি হাউজিং, মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড, কাটাসুর, শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র ও আশপাশের মূল সড়কে, আগারগাঁও থেকে তালতলা মোড়, যাত্রাবাড়ী থেকে কাজলার পাড়, ফার্মগেট সংলগ্ন ইন্দিরা রোড ও টিএন্ডটি কার্যালয়ের পেছনের গলি, বনানীর ঢাকা গেট, গুলশান নিকেতন, তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার তিব্বত মোড়, খিলগাঁও চৌধুরীপাড়া, মালিবাগ রেলগেট, কাকলী মোড়, গুলশান শুটিং ক্লাবের সামনের এলাকা অন্যতম।