ইরাকের আরো কয়েকটি শহর জঙ্গিদের দখলে

SHARE

ইরাকে মসুল শহর দখল করে নেবার পর আল কায়েদা প্রভাবিত জঙ্গিরা তাদের দখলের পরিমাণ আরও বাড়িয়েছে।পুলিশ বলছে, ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লিভ্যান্ট বা আইসিস নামে পরিচিত জঙ্গি গোষ্ঠীটি এবার কিরকুক ও সালেহদিন প্রদেশের কয়েকটি শহরেরও দখল নিয়েছে।83774_1

মঙ্গলবার মসুল ছেড়ে অন্তত ৫ লাখ মানুষ পালিয়ে গেছে।

তারা মূলত কুর্দিস্তানের তিনটি শহরে গিয়ে আশ্রয় নিয়েছে।

প্রদেশটির আঞ্চলিক সরকার আশ্রয়প্রার্থীদের জন্য কয়েকটি আশ্রয় শিবির খুলেছে।

শিয়া সম্প্রদায় থেকে আসা প্রধানমন্ত্রী নূরি আল-মালিকিকে সুন্নি সংখ্যালঘুদের সাথে মিলেমিশে পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের মুখপাত্র জন আর্নেস্ট বলছেন, ‘এটা পরিষ্কার যে ইরাকে সম্প্রতি কিছু মারাত্মক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা ও সামরিক সহায়তা দেবার মাধ্যমে ইরাকের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখবে।’

এদিকে জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেছেন ইরাক পরিস্থিতিতে তিনিও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি