ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, দেশের উন্নয়নের জোয়ার আজ সারাবিশ্বের মান নির্ণয়ের হিসাব বিবরণীতে প্রতিফলিত হচ্ছে। তিনি বলেন, আমাদের জীবনমানের স্ট্যাটাস পরিবর্তিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র্যবিমোচনসহ দেশের অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে তুলতে বদ্ধপরিকর।
আজ জ ঈশ্বরদী উপজেলায় সরকারের উন্নয়নমূলক কাজ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী শরীফ বলেন, কেউ গরীব, কেউ গাছতলায় থাকবে তা হতে পারে না। তিনি বলেন, মানুষের গড়া অর্থনৈতিক ব্যবস্থায় বৈষম্য রাখার সুযোগ দিবে না প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার।
এ সরকারই বাংলাদেশ উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে মোট জাতীয় উৎপাদন, মোট অভ্যন্তরীণ উৎপাদন, মজুরির ভারসাম্যতা অর্জনে অভূতপূর্ব সফলতা এনেছে।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২১ সালের আগেই বাংলাদেশকে একটি মধ্যম আয়ের রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস চালিয়েছেন।
মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে সুদৃঢ় করতে সকলের প্রতি একযোগে দেশের উন্নয়ন কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।