ইসরায়েলে রকেট হামলার দাবি আইএসের

SHARE

israelইসরায়েলে রকেট হামলা চালানোর দাবি করেছে ইসলামিক স্টেটের (আইএস) অধিভূক্ত মিসরের একটি গোষ্ঠী।

আজ শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওই প্রতিবেদনে জানানো হয়, এ হামলাটি মিসরের সিনাই উপদ্বীপ থেকে চালানো হয়েছে। মিসর সেনাবাহিনীকে সমর্থন দেয়ার দায়ে এ হামলা।

ইসরাইল দেশটির দক্ষিণ অঞ্চলে দুইটি রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

উল্লেখ্য, গত বুধবার থেকে সিনাইয়ের উত্তরাংশে সংঘর্ষে কমপক্ষে ১৭ সেনা সদস্য ও ১০০ আইএস জঙ্গি নিহত হয়।