বাজেট বাস্তবায়নে সুশাসন দরকার

SHARE

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ বলেছেন, ‘বাজেট বাস্তবায়ন করতে হলে দেশে সুশাসন নিশ্চিত করতে হবে।’image_95283_0

মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমাদের চাহিদাগুলো জাতীয় সংসদে তুলে ধরবো। আমাদের চাহিদা মানে তো জনগণের চাহিদা।’

২০১৪-১৫ অর্থবছরের বাজেটকে ভাল দাবি করে তিনি বলেন, ‘বাজেট বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা থাকবে। তবে সরকারকে সহযোগিতা করলে আবার বলা হয়, দেশে বিরোধীদলের ভূমিকা নেই।’

রওশন বলেন, ‘আমরা পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু সমালোচকরা এটা মেনে নিতে পারেন না। কারণ এর আগে তারা এ ধরনের আদর্শ বিরোধী দল দেখেনি।’

এক প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘আমাদের চাহিদাগুলো জাতীয় সংসদে তুলে ধরবো। আমাদের চাহিদা মানে তো জনগণের চাহিদা।’

তিনি বলেন, ‘দেশে কর্মসংস্থান বাড়াতে হবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ মো. তাজুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, হাজী ইলিয়াস প্রমুখ।

প্রঙ্গগত, ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত এ বাজেটের আকার দুইলাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। এ বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৬৭ হাজার ৫৫২ কোটি টাকা, যা জিডিপির ৫ শতাংশ। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে একলাখ ৮২ হাজার কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ রাখা হয়েছে ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।