বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন হোসেনকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নড়াইল জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল ভিক্টোরিয়া কলেজ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বিচারের দাবি জানিয়েছেন জেলা ছাত্রলীগের নেতারা।
অভিযোগ রয়েছে, ২৭ জুন ভিক্টোরিয়া কলেজে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল মাহামুদ তুফান ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলসহ কয়েকজন নেতাকর্মী কলেজের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলতে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে ওই কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা কালিয়ার ইউএনও মোহাম্মদ শাহীন হোসেন বাধা দেন।
এ সময় ইউএনও তাদের পরিচয় পেয়ে বঙ্গবন্ধু ও ছাত্রলীগ সম্পর্কে কটূক্তি করেন বলে জেলা ছাত্রলীগের নেতারা অভিযোগ করেন।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেন বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় তারা আমার বিরুদ্ধে এ অভিযোগ এনেছেন।