ফখরুলের জামিন স্থগিত আবেদনের আদেশ রোববার

SHARE

fakrulনাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের আদেশ আগামী রোববার দেবে সুপ্রিম কোর্টেল আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ  এ তারিখ ধার্য করেন।

মির্জা আলমগীরের পক্ষে শুনানিতে অংশ  নেন সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন জয়নুল আবেদীন ও সগির হোসেন লিওন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পল্টন থানায় করা পৃথক তিন মামলায় গত ২১ জুন হাইকোর্ট মির্জা আলমগীরকে অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মির্জা আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। এরপর কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ জুন তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।