একিউআইএস-এর বাংলাদেশি প্রধান সমন্বয়ক মাওলানা মাঈনুল ইসলামসহ ১২ জঙ্গিকে আটক করা হয়েছে বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত সাংগঠনিক বই উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এসএমএস-এ র্যাব জানায়, আটককৃতদের মধ্যে সাবেক হরকাতুল জিহাদ (হুজি)নেতা মাঈনুল ছাড়াও একিউআইএস-এর অ্যাডভাইসর মাওলানা জাফর আমিনও রয়েছেন। তাদের থেকে বিপুল পরিমান বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম, বিভিন্ন ধরণের ছুরি এবং প্রশিক্ষণ ও জিহাদে উদ্বুদ্ধকরণ সংক্রান্ত বিভিন্ন বই উদ্ধার করা হয়েছে। তবে কোথা থেকে এবং কখন তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানাতে র্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।