২ র‌্যাব সদস্যকে আদালতে প্রেরণ

SHARE

রাজধানীর উত্তরখান এলাকায় বিবদমান একটি পক্ষের হয়ে জমি দখল করতে গিয়ে আটক হওয়া ৫ র‌্যাব সদস্যের মধ্যে দুইজনকে আদালতে নেয়া হয়েছে।image_95087_0

সোমবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গেছে পুলিশ।উত্তরখান থানার ওসি ইউনুস আলী বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।এর আগে গতকাল রোববার রাতে উত্তরখানের ফজিরবাতান এলাকায় একটি বিরোধপূর্ণ জমি বিবদমান হুমায়ুন কবির মামুনের পক্ষে দখলে সহযোগিতা করতে গিয়ে র‌্যাবের পাঁচ সদস্য পুলিশের হাতে আটক হন। তাদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন, কর্পোরাল মিজানুর ও কর্পোরাল আবদুল্লাহ আল মাহমুদ। এই দুজনকেই আদালতে সোপর্দ করা হচ্ছে।

আটকের ব্যাপারে রোববার র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল কিসমৎ হায়াৎ জানিয়েছিলেন, তারা র‌্যাব হেড কোয়ার্টারে কর্মরত।

তিনি বলেন, ‘একটা জমি নিয়ে কিছু একটা হয়েছে। তারা হয়তো সিভিল পোশাকে সাধারণ মানুষের সঙ্গে সেখানে ছিল।’