হামলা নয়, নিরাপত্তা দেবে তালেবান

SHARE

এবার তালেবানি হামলা নয়। নিরাপত্তা দেবে তালেবান। তার জন্য চালু করল হটলাইন নম্বর। কেউ নিরাপত্তা চাইলে সেই নম্বরে ফোন করতে পারে ২৪ ঘণ্টা। চালু থাকবে একটি ই-মেল অ্যাড্রেসও।

এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, যারা আফগান সরকার থেকে অব্যাহতি চান তারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে একথা জানিয়েছে তারা। সাধারণের সমর্থন পেতেই তাদের এই পন্থা বলে মনে করা হচ্ছে। তালেবানের তরফ থেকে জানানো হয়েছে, নম্বরটি চালু হওয়ার পর থেকে মোট ২০ টি ফোন এসেছে এবং তারা সবাই বলেছে ‘we are at your service’. যেকোনো সরকারি কর্মী, সেনা ও সাধারণ মানুষের জন্য তাদের এই আমন্ত্রণ। একটি রেডিও কমিউনিকেশন কোডও থাকছে যোগাযোগ করার জন্য।

একসময় এত বেশি টেক স্যাভি না থাকলেও বর্তমানে তালেবান তাদের বিস্তৃতি বাড়াতে নানা পন্থা অবলম্বন করছে। ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত তালেবানি রাজত্বে নিষিদ্ধ ছিল সব ইলেকট্রনিক জিনিস। তবে আইএসের তুলনায় তাদের প্রচার পন্থা অনেকটাই মলিন।